চিৎকার করে বলবো ভাবি
কিছু কথা ,কিছু সুর ;
গবেষণা করে পাইনি এখনো
কাছেতে নাকি সে দূর ।
বারবার শুধু আশাহত হই
ভুলে মায়ার ফাঁদে -
খানখান হয় কল্প-প্রাসাদ,
হৃদয় একাকী কাঁদে ।
শিকল সকল চূর্ণ করে
মনে ভাবি হই বিপ্লবী ।
পদবিন্যাসে পদ্য খুঁজি ,
ভুল হয়ে যায় সবই ।
দীর্ণ মনের কোনে তবুও
বেড়ে ওঠে এক টুকরো ছবি ।।