আজিকে তুমি হে প্রানের গহীনে,
জাগিয়েছো যে সাড়া -
তার পরশে মর্ম আমার হয়ে যায় দিশেহারা ৷
প্রানের গোপনে অতীব যতনে যোগালে রসের ধারা;
ভাসিয়ে তরী তার সাগরে,
কূল থেকে হই হারা ৷


রাখি এ অকূলে যাও কোথা ভুলে?
কােথাও না পাই দিশা ৷
সূর্য-চন্দ্র দেখিনা কোথাও,
সদা ঘোর অমানিশা ৷
হে অজানা, তবুও তুমিই
আজ আমার সব আশা ৷
(আলোর খবর রাখেনা বুঝি
অন্ধ এ ভালোবাসা !! )



(আশা করি প্রথম প্রয়াসের ত্রুটিগুলো স্নেহদৃষ্টিতে ক্ষমা প্রার্থনা করতে পারে)