আদিম গুহার অন্ধকার দেওয়ালে
পৃথিবীর প্রথম শিল্পীর আঁচড়ে মিশে আছে বলিরেখা|
অন্দিতে সন্ধিতে গাঁথা অভিঞ্জতা নদী
অসম্ভবের কাহীনি গর্ভে নিয়ে
বয়ে যায় অজানা গন্তব্যে|
নদী মেশে নদীতে| শেষ নেই কোনো|
মাঝে মধ্যে চলকে ওঠে অভিঞ্জতা|
ভিজিয়ে দেয় পাড়ের কালো বালি|
জটিল-কাদা-কাদা-সোঁদাগন্ধ ভরা|
পাতাঝাঁঝি, প্ল্যাঙ্কটন আর সবুজ
সৃষ্টি করে থমথমে রহস্য|
পিচ্ছিলতার কারনে রহস্য-সংক্রমন হয়|
জরা আর বলিরখার এখানেই মিল|
দুজনে জুবুথুবু বসে দূরে চেয়ে থাকে নিষ্পলক|
একটা ছবি ক্যানভাসে ফুটে ওঠে|
সূর্যাস্তের সূর্য ডোবা


অথবা- শেষ সূর্যরশ্মি|