কাঠফাটা রোদ্দুরের গনগনে
আঁচ সেঁকছে সেঁকছে| ক্রমশ
তৈরী হচ্ছে শিক কাবাব|
মাংসের দোকানে সার বেঁধে ঝোলানো
যেমন থাকে| কাকেরা ছুঁচোর
শব নিয়ে ছেঁড়াছেঁড়ি করে রাস্তায়|
পাশ কাটানো ট্রামের ঘন্টিও পারেনা
তাদের বিরত করতে| আসলে কালো,
জেদী প্রাণীগুলো এতে অভ্যস্ত| ওদের
তাড়াবার জন্য চাই আরও শক্তিশালী
আয়োজন| তপ্ত পিচ ঢালা রাস্তায়
হাঁটার সাহস ক’জনের হয়? পায়ে
লেগে উঠে আসে পিচের স্তর|
পোড়া মাংস আর গলন্ত পিচের
গন্ধ মিলেমিশে একাকার|