ধনুক-ভ্রু ছলকে লোনা জল|
উড়ন্ত তীর পিরামিডের জঠর
থেকে বয়ে আনে ফোঁপানী|
এ সেই আকুলতা যা
সময়-নির্ঘন্ট মানে না|
আক্রমন করে সম্মুখ থেকে|
প্রতিধ্বনি তোলে ফ্যারাও-এর
প্রিয় বেড়ালও|
মাথা ঝিমঝিম ওষুধগন্ধ|
অদৃশ্য তালে নৃত্যরত সূক্ষ্ম সূর্যালোক|
গভীর আতঙ্ক|
ছ্লকানিতে ছিলো হৃদয়ের টান|
প্রত্যেক ফোঁটায় স্পষ্ট প্রতিবিম্ব|
ভীষনভাবে বাঙ্ময় হয়ে নির্মম
আঘাত হানে মননে|
সর্বদা, প্রতিনিয়ত|
বেরোবার পথ থাকে না|
কৌতূহলে কেটে যায় জন্মদিন|