পাহাড়ি পাকদন্ডীর পাকে পাকে
জড়িয়ে থাকা বুনো নীরবতা
বুকে নিয়ে একা, নিঃসঙ্গ
একটা চেয়ার খাদের পাশের
এক চিলতে জমিতে| জন
বসতির বহুদূরে| নীরবে সুখ
দুঃখের গল্প চালাতে থাকে গাছ
গাছালির সাথে| অতল খাদের
মধ্যে থেকে উঠে আসে এক
মূক, বধির শীতলতা| উত্তেজনায়
গাছের পাতাগুলি তির তির করে
কাঁপে| অতল গভীরতা থেকে
তাদের কাছে আসছে কোনো গোপন
বার্তা| টুপটাপ পাতারা খসে পড়ে
চেয়ারের কোলে| জোর হাওয়ায়
মর্মর ধ্বনি বাজে শুকনো পাতায়|
পড়ন্ত বিকেলের আলোয় নেয়ে চেয়ারটিকে
আরও নিঃসঙ্গ দেখায়| রাতের নিকষ
কালো অন্ধকার গ্রাস করার আগে
পর্যন্ত চলে তার নিরন্তর প্রতিক্ষা|