আচার-শিশি রৌদ্রে দিতে ঠাম্মা ওঠে ছাদে
খাবার ইচ্ছা নাতিনাতনির ফন্দি তাঁরা ফাঁদে।
ওরা দুজন সকালবেলা ছাদেই পড়তে বসে
মাঝে মাঝে বোয়াম খুলে গলা ভিজায় রসে।
সন্ধ্যাবেলা তুলতে গিয়ে ঠাম্মা দেখে ভাবে
মনে হচ্ছে কমছে যেন কে বা খুবলে খাবে।
ঠাকুরমা খুব ভালোবাসে নাতি-নাতনিটিকে
চুপিচুপি পা-টি ফেলে এগোয় ছাদের দিকে।
গিয়ে দেখে ভাইবোনেতে চাটছে মজা করে
আচার খেয়ে বোনকে বলে, 'এবারে চল ঘরে'।
আড়াল থেকে ঠাম্মা বলে পড়লি শেষে ধরা
তোরা ছাড়া কে আর পারে সাবাড় করতে ত্বরা।