আগুনরাঙা পলাশ
জয়শ্রী কর
ফাগুন এলেই আগুন জ্বলে
হৃদয় হারায় পলাশ বনে
শাখায় শাখায় কে জ্বালাল
এত প্রদীপ এই লগনে।
রং ছড়িয়ে রাঙিয়ে দিল
লাল হলুদে মাখামাখি
যাতে আমার মনকে রাঙায়
খোঁপাতে তাই জড়িয়ে রাখি।
শ্বেতপলাশও ওরই পাশে
সুখ্যাতি তার জনে জনে
অমন শোভন আঁচলখানি
লুটিয়ে পড়ে প্রেমকাননে।
কী মনোরম রূপ পলাশের
ভরিয়ে দিতে চায় আদরে
গন্ধ বর্ণ ছন্দ গানে
ভক্তপ্রাণে বিরাজ করে।
মুক্ত আকাশ আলোক ধারায়
ঋতুরাজ আজ নতুন সাজে
সেজে ওঠে ধরার বুকে
আনন্দ তাই মানব মাঝে।
© জয়শ্রী কর