টাপুর-টুপুর বৃষ্টি পড়ে যাচ্ছে স্কুলে খোকা
মাথায় জুতা ব্যাগে ছাতা কী বোকা কী বোকা!
সকালবেলা ছুটবে না সে দেবেই হামাগুড়ি
অবলীলায় চড়বে গাছে পছন্দ ঝাল-মুড়ি।
দিবসে সে বাতি জ্বেলে করবে খেলাধুলো
সন্ধে হলে গঅন্ধকারে চিবোয় কাঁচা মুলো।
গ্রীষ্মে চাদর মুড়ি দিয়ে শোবে খাটের তলে
প্রবল শীতে উধুম হয়ে সাঁতার কাটে জলে।
খিদে পেলেও হাত ঢুকিয়ে রাখে গরম ভাতে ধুলোবালি গায়ে মেখে গড়ায় বিছানাতে।