আমার বর্ণময় শৈশব


শৈশব কাটিয়েছি ধুলোবালি মেখে
হাতেখড়ি মা'র কাছে অ-আ-ক-খ লেখে।
আয় আয় ফিরে আয় ফেলে আসা দিন
সোনালি দিনের গান হয় না বিলীন।


স্কুলে গিয়ে বই ফেলে লুকোচুরি খেলা
ছিল না পড়ার চাপ কেটে যেত বেলা।
সহপাঠীদের সাথে হত খুনসুটি
একটু পরেই ভাব হেসে কুটিকুটি।


বগলে শিলেট বই হাতে তালচাটা
বৃষ্টিতে কচুপাতা ভিজত না গা'টা।
মাত্র মিনিট পাঁচ অদূরেই বাড়ি
খুলে ফেলি ভিজে জামা খুব তাড়াতাড়ি।


পাঁচ জন ভাইবোন মিলেমিশে থাকা
রংতুলি হাতে নিয়ে কত ছবি আঁকা।
পুকুরে সাঁতার কাটা ডুবে পাঁক তোলা
সুমধুর দিনগুলো যায় না তো ভোলা।


আমাদের কাজ ছিল ফুল তুলে আনা
মিলত নকুলদানা মা'র নজরানা।
ভুলিনি কিছুই আমি ভেসে ওঠে সব
কোথায় হারিয়ে গেল সেই শৈশব।


#জয়শ্রী কর