*****************************
আরশোলারা চরে বেড়ায় উড়তেও বেশ পারে
  পড়ে থাকা খাবার পেয়ে ভোজন ওরা সারে।
             ধারাল নখ করাত পায়ে
              বিকট গন্ধ সারা গায়ে
তাড়ালেও আসবে আবার জ্বালায় বারে বারে।


আড়ালে-আবডালে ওরা আরামে বেশ থাকে
গায়ের গন্ধ সয় না মোটে যখন আসে নাকে।
             সূক্ষ্ম নখে কাটে কাপড়
           ঘুরে বেড়ায় বাহির ও ঘর
শুঁড়ই ওদের জানিয়ে দেয় পড়ে না তাই পাকে।


  সেয়ানা বেশ, বেরোয় ওরা রাতের অন্ধকারে
আরশোলারা চরে বেড়ায় উড়তেও বেশ পারে।
******************************