কোথায় গেলি আয়রে তোরা
দোদুল দোলে কাশ,
দেখবি কত পদ্মকলি
শিশিরভেজা ঘাস।


চু-কিত-কিত খেলবো সবাই
ঘরের আঙিনায়,
শিউলি লুটায় উঠোন জুড়ে
গাঁথবো মালা তায়।


শিল্পী দু’জন গড়ছে ঠাকুর
দিচ্ছে তুলির টান,
ক’দিন পরে উঠবে বেজে
আগমনী গান।


পাড়ায় পাড়ায় পড়বে সাড়া
চলছে দ্রুত কাজ,
কচিকাঁচা যুবা বুড়োর
মিলবে নতুন সাজ।


আসবে উমা বাপের বাড়ি
সঙ্গে ভোলানাথ,
কেতো গণেশ লক্ষ্মী সরো
করবে ভুবন মাত।


খুশির ভেলায় ভাসছে সবাই
ভাবছে ‘কোথায় যাই’,
একটুখানি মায়ের কৃপা
অঞ্জলিতে চাই।