*            আউল বাউল কবি
                  জয়শ্রী কর


ছাতিমতলে বসে আছেন আউল বাউল কবি
তাঁরই সৃষ্টি তাঁরই কৃষ্টি আঁকেন তিনি ছবি।
   কবির চরণচিহ্ন আঁকা শান্তিনিকেতনে
তাঁরই সুরে গাইছি বসে বিদ্যালয় প্রাঙ্গণে।


বোশেখ মাসে রবির আলোয় জন্ম নিল রবি
জোড়াসাঁকোর সেই ছেলেটি পরে বিশ্বকবি।
  সহজ পাঠ-এ বর্ণশিক্ষা করেছিলেন শুরু
   জগৎসভায় রবি ঠাকুর কবিশ্রেষ্ঠ, গুরু।


নোবেল পেলেন বিশ্বকবি গীতাঞ্জলির গানে
ধ্রুবতারার মতো জ্যোতি শুদ্ধ মনেপ্রাণে।
তাঁরই সুরে রাস্তা চলা, শুরু প্রভাতফেরি
নৃত্যগীতের বরণডালা, উঠল বেজে ভেরি।


দুই রবিরই আলোর ছটা পড়ছে এসে গায়ে
  নতশিরে প্রণাম জানাই কবিগুরুর পায়ে।