আমাজন
জয়শ্রী কর


আমাজনে শাখে শাখে পাখিদের কলতান
ভরে ওঠে চারিদিক নিরবতা খানখান।
প্রাকৃতিক পরিবেশে পশুপাখি নেয় শ্বাস
সারাদিন ঘুরে খায় কেটে যায় দিন মাস।


কানে আসে কোলাহল ঝোপঝাড়ে ভরা বন
ফুটে আছে বনফুল ঘন বন আমাজন।
যেই বাঘ ছুটে আসে হরিণেরা দৌড় দেয়
নিরাপদ স্থানে গেলে তবে ওরা দম নেয়।


সহসা একদা রাতে কানে এলো হা-হা রব
পাখিরা জানিয়ে গেল ছারখার হলো সব।
আমাজনে ধোঁয়া ওঠে জ্বলে ওঠে দাবানল
প্রাণীরা ব্যাকুল ভয়ে কোথা পাবে ওরা জল।