এক যে আছে আজব মেয়ে পরমা তাঁর নাম
রোজ সে খাবে খোলামকুচি চেহারা ছিমছাম।
উল্টোদিকে কামিজ পরে আয়না দেখে নাচে
বুরুশ দিয়ে মাথার চুলে উকুনগুলো বাছে।
গলা সাধে সকালবেলা দুয়ার বন্ধ করে
শুনতে পেয়ে পর্ণা এসে ডাকে নামটি ধরে।
গ্রীষ্মকালে চাদর গায়ে সারাটা দিন কাটে
শীতের ভোরে সিনান সারে বাতের ব্যথা গাঁটে।
আরশোলা আর ইঁদুর দেখে এদিক-ওদিক ছোটে আলনাতে শির ঢুকিয়ে দিয়ে মুখটী ঢাকে কোটে।
কম্প দিয়ে জ্বর এলে সে শোবে মাদুর ঢেকে
পোষা বিড়াল দৌড়ে গিয়ে আনে বদ্যি ডেকে।
পাড়াপড়শি খবর পেয়ে দৌড়ে এল শেষে
আজগুবি সব কান্ড দেখে সবাই ওঠে হেসে।