*             বাবুই পাখির বাসা
                   জয়শ্রী কর


বাবুই পাখি বাবুই পাখি নিখুঁত বুনোট বাসা
কেমন করে বানাও বলো, অসাধারণ খাসা।
  নিশিযাপন পরম সুখে প্রিয়ার আদর মেখে
  অমন ক্রিয়াকর্ম দেখে ছানাও ভালো শেখে।


   ঠোঁট তোমাদের যন্ত্র জানি বানাও পরিপাটি
এমন নিপুণ কারুকার্য শোভন বাসার গা-টি।
হাওয়ায় যখন দোলে বাসা তখন থাকো ঘরে
মেঘের ধমক, ঝাপটা খেয়ে বাঁচো কেমন করে?


   একটা গাছে হাজার পাখি সুসংহত পাড়া
  নেই কলহ ঝগড়া-বিবাদ সত্যি নজরকাড়া।
  সকাল থেকে সাঁঝ অবধি ব্যস্ত নানা কাজে
পল্লিটিকে সাজিয়ে তোলো মনোহরণ সাজে।


   অলস তোমরা নয়কো মোটে তীক্ষ্ণ বুদ্ধি ঘটে
    একাধারে মহান শিল্পী আবার দর্জি বটে।
সন্ধ্যাবেলা বাসায় ফিরে জ্বালাও জোনাক-বাতি
  ঘুমের দেশে পাড়ি দিয়ে কাটাও সুখে রাতি।