*                
      ভালোবেসে স্নেহভরে বুকে নিল টানি।
তাকায়ে মুখের পানে       কত কথা বলে কানে
            চেপে ধরে কচি হাতখানি।


বেদনার সুরে বলে          ‘ধরা ছেড়ে যাব চলে
          কত কথা পড়ে আজ মনে,
মাঝে মাঝে কাছে এসে রেখো সদা ভালোবেসে
         মিলেমিশে থেকো একসনে।’


জড়ানো মুখের ভাষা         হৃদয়ে কতনা আশা
             শুধু ছায়া ভাসে দুনয়নে,
‘গেছি আজ সব ভুলে    এনে দে মা ফুল তুলে
          যেতে আমি পারি না কাননে।


কচি কচি মুখগুলি           খুশিতে দুহাত তুলি
         নেচে নেচে বলে কোলে নাও,
শুধায় আমারে তারা      কাছে এসে দেয় সাড়া
         বলে, ‘ডাক শুনিতে কি পাও?’


একে একে সবে আসে     দাঁড়ায় বিছানা পাশে
               আমার আপনজন সব,
দেখে ওরা চলে যায়         লাগে বড় অসহায়
              চুপচাপ, নেই কলরব।


স্নেহভরে কাছে ডাকি      অপলকে চেয়ে থাকি
             মনে মনে বলি আয় বুকে,
বড়ো সাধ জাগে মনে    ব্যথা ঢাকি ক্ষণে ক্ষণে
              চুমা খাই চাঁদপানা মুখে।’


চলে না যে পা এখন         অবসাদে ভরা মন
           নেমে আসে ঘুম আঁখিপাতে,
বিছানায় শুয়ে ঘরে          কহিছে করুণ স্বরে  
              ‘উঠিবে নতুন রবি প্রাতে।


পেয়েছে বুকের সুধা       মিটেছে ওদের ক্ষুধা
            ভুলিবে কেমন করে ওরে,
আমি যেন আমি থাকি    প্রাণভরে তাঁরে ডাকি
           নয়নে অঝোরে বারি ঝরে।
                     ***