বাহন মূষিক


বাহন ইঁদুর বলল হেসে কেন এমন ভুঁড়ি?
নাভির নীচে কাপড় দেখে হাসছে ছোঁড়াছুঁড়ি।
গণেশ বলে, 'ওরে মুষিক আয়-না আমার কাছে
তোকে নিয়ে চিন্তা আমার বিপদ আসে পাছে।


মূষিক বলে, 'চাও ওদিকে, সব সরিয়ে নেবে
ভোগ দেখাবার জন্য শুধু সামনে ওরা দেবে।
অলস আমি একটুও নয় থাকি সদাই জেগে
চোখের আড়াল হলেই তুমি অযথা যাও রেগে।


রসদ বিনা খিদের চোটে প্রাণটা যাবে ঘুচে
সুযোগ বুঝে সরিয়ে রাখি গর্তে খুঁচে খুঁচে।
ভাবছো তুমি বাহন কেন হঠাৎ পড়ে কেটে
প্রসাদি ফল না খেলে কি খিদে তোমার মেটে?'


বুদ্ধি যে তোর খুবই প্রখর সেটা সবাই জানে
অভিযোগের তীব্র ভাষা নিই না আমি কানে।
মনের কথা বুঝিস বলেই ভীষণ ভালোবাসি
ছোটো হলেও পছন্দ খুব গোঁফ-নাচানো হাসি।


@ জয়শ্রী কর