বেদনার্ত হৃদয়


কুসুমফোটানো ভোরে ডাক দেয় টিয়া
জননী এবার ওঠো শাল মুড়ি দিয়া।
হাতমুখ ধুয়ে তুমি হরিনাম গাও
তারপর মালা নিয়ে জপ করে যাও।


আঙুলে তো বশ নেই কাঁপে থরোথরো
যতটুকু পারো বসে গীতা পাঠ করো।
এক কোণে একাকিনী শুয়ে বিছানায়
এভাবেই জননীর দিন কেটে যায়।


বড় পরিবারে নারী যেন দশভুজা
দুঃখের সাগরে ভাসে, তবু করে পূজা।
নিকটে গেলেই দেখি চোখে ঝরে জল
'হাতে পায়ে বল নাই, কী করি মা বল।


কবে এসে দেখা দেবে মুরারিমোহন
প্রহর কাটে না যেন একাকী এখন।'


@জয়শ্রী কর