ভোরের পাখি


কোথা হতে আসিস পাখি বসিস এসে ডালে ডালে
ডেকে উঠিস মিষ্টি সুরে ভোরে সাতসকালে?
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি দারুণ ভালো লাগে
ঘুম ভাঙাতে আসবি প্রাতে সবার আগেভাগে।


পাখি হলে যেতাম উড়ে রঙিন ডানা মেলে
হারিয়ে যেতাম মহাশূন্যে সমস্ত কাজ ফেলে।
ঝুঁটিধারী ছোট্টো পাখি আমায় ভালোবাসো
তাইতো দেখি রোজ প্রভাতে গান শোনাতে আসো।

ইচ্ছে করে বেরিয়ে পড়ি উড়ি তোমার পিছে
গাছের ডালে লেজ ঝুলিয়ে বসি পাতার নীচে।
ইচ্ছে করে গাছের ডালে বানাই নিজের বাসা
যেমন করে বানায় বাবুই তালগাছেতে খাসা।


@ জয়শ্রী কর