এলোচুলে বসে আছে কেন একাকিনী?
এভাবে রয়েছে দেশে কত অভাগিনি।
সন্ধেবেলা শঙ্খধ্বনি ভেসে আসে কানে
অবিশ্রান্ত অশ্রু ঝরে কেন কে তা জানে।
চোখে মুখে বিষণ্ণতা নেই কেহ সাথে
আঁধার ঘনিয়ে এল যাবে কোথা রাতে।
বলি তাঁরে এসময় কেন বসে একা
নিরুত্তর, ঊর্ধ্বপানে শুধু চেয়ে দেখা।


এদিক-ওদিক উঁকি, কোথা, চায় যারে
শীর্ণ দেহ ছিন্ন বস্ত্র কাটে অনাহারে।
চক্ষু দুটি মুদে আসে বাষ্পায়িত ধূমে
অবিন্যস্ত কেশরাশি ওষ্ঠ গেছে চুমে।
এভাবে হারিয়ে যায় কত দুস্থ নারী
অসহ্য, যায় না দেখা ভাবে পথচারী।