.                     জয়শ্রী কর
              বিশ্বের গৌরব রবীন্দ্রনাথ


তিনি শিল্পী বিশ্বকবি    আজও আঁকি তাঁরই ছবি
     নানান ফুলে গেঁথেছিলেন কান্নাহাসির মালা,
রংবেরঙের ফুলের বাহার  বোশেখ পঁচিশ জন্ম তাঁহার
     জোড়াসাঁকোয় সাঁঝসকালে চলে প্রদীপ জ্বালা।


রবি হাসে লাল বরনে    প্রত্যুষে দিই ফুল চরণে
       কবির পুণ্য জন্মদিনে হাসে বসুন্ধরা,
নতুন বছর নতুন সাজে    আবির্ভাবে শঙ্খ বাজে
    ধূপ-চন্দন ফুলের মালায় বরণডালা ভরা।


চিরসবুজ চির নবীন     কখনো তা হয় না মলিন
      নতুন সাজে সেজে ওঠে বঙ্গভূমি সারা,
তাঁরই ফুলে গাঁথা মালা     সাজাই শুধু অর্ঘ্যডালা
    আলোছায়া জোয়ারভাটায় বহে খুশির ধারা।


আজ বোশেখে তাল-তমালে   দিলেন ধরা পাতায় ডালে
        লেখেন বসে বিশ্বকবি শান্ত নদীর পারে,
ছাতিমতলায় পঠনপাঠন   খোলা আকাশ খোলা প্রাঙ্গণ
       কোপাই নদী যাচ্ছে বয়ে বনবীথির ধারে।


পলাশ শিমুল শাখায় শাখায়   দোদুল দোলে সুরের ধারায়
           নৃত্যগীতের ঝরনাধারায় অপূর্ব লহরি,
সবার কণ্ঠে জয়ধ্বনি          ছোঁয়াও প্রাণে পরশমণি
         ঘরে ঘরে আজ উৎসব তোমায় স্মরণ করি।