ঘোড়াগুলো মাঠে চরে
সামনে ঘন বন
বাঘমামাকে দেখতে পেলে
দৌড় মারে প্রাণপণ।


একই বনে ভালুক শিয়াল
হনুর বসবাস
প্রত্যেকেরই ভিন্ন স্বভাব
কেউ কারও নয় দাস।


শিয়ালভায়া স্বভাববশে
মৃত জন্তু খায়
ভালুকভায়া সজাগ অতি
শুঁকেই সরে যায়।


বাঘ সিংহ হিংস্র অতি
ভয়ানক গর্জন
অন্য পশু ভয়ে কাঁপে
কাঁপে বাতাস বন।


বাঘের সামনে পড়লে পরে
নামে বিপর্যয়
পরানপাখি উড়েই যাবে
তাইতো দূরে রয়।


দীর্ঘদেহী হাতির কাছে
সবাই তুচ্ছ জীব
কখন ক্ষিপ্ত কখন আবার
শান্ত সদাশিব।