বৃষ্টিতে ভিজে খোকা বেশ মজা পায়
ডাকলে দেয় না সাড়া বাবা নিরুপায়।
কাদা জল মেখে খোকা দেয় গড়াগড়ি
মামনি দেখেই আসে হাতে দিয়ে ছড়ি।
খোকা বলে দেখো গাছে ভিজে সারা কাক
হাঁচি-কাশি নেই ওর ঘষে নাকো নাক।
জোর করে নিয়ে যায় যাবে না সে ঘরে
দাঁত দিয়ে ছিঁড়ে শাড়ি চোখে বারি ঝরে।
বাবা বলে এসৈ খোকা হবে গলাব্যথা
তাড়াতাড়ি মুছে দেব গা-হাত-পা মাথা।
কাল আছে ইস্কুল পড়া করে নাও
তাড়াতাড়ি ভাত খেয়ে শুতে চলে যাও।