ব্যাকুল সখী
জয়শ্রী কর


কোথায় যাবি বল
শ্যামের বাঁশি বাজলো বুঝি
জলকে যাওয়ার ছল।


আঁচলে দেয় টান
আমিও তোর সঙ্গে যাব
করিসনে তুই মান।


এদিক পানে চা'
আমায় নিতে আপত্তি তোর
সুরভি-পান খা'।


কানে বাঁশির সুর
চঞ্চলা রাধিকার আঁখি
তখন সমুদ্দুর।


যা এবারে যা
দেরি হয়ে যাচ্ছে যে তোর
বাড়ায় তখন পা'।