ওই ছোটোরা ছোট্টোটি নেই অনেকখানি বদলে গেছে
ব্যস্ত জীবন কাটছে ওদের স্বপ্নসুখে প্রাণ ভরেছে।
কাজের নেশায় বিদেশ ভুঁয়ে আবাস ছেড়ে যাচ্ছে দূরে
দীর্ঘদিনের অদর্শনে মায়ের বক্ষ যায় যে পুড়ে।


পথে পথে ক’রত খেলা ভাইবোনেতে ছোটাছুটি
এখন ওরা দেশের সেবায় ব্যস্ত ভীষণ হুটোপুটি।
বেদনবিধুর হৃদয়খানি জেগে ওঠে গভীর রাতে
প্রভু তোমার এ কী খেলা কাটছে প্রহর অশ্রুপাতে।


চক্ষে ভাসে ছায়া কেবল বিছানা আর পড়ার ঘরে
পড়ছে মনে সেসব স্মৃতি জীবননদীর শেষ প্রহরে।
কেমন করে বুঝবে ওরা বোধের বড় ঘাটতি প্রাণে
গ্রাস করে নেয় ঘূর্ণিতুফান যাচ্ছে ডুবে প্রবল টানে।