@            ছাতা পরব
               জয়শ্রী কর


আদিবাসীর মিলন মেলা ছাতা পরব।
      রাজার নামে জয়ধ্বনি
      রাজা ওদের নয়নমণি
মুখিয়ে থাকে কখন আসে, এখন সরব।


রাজাই তোলেন নিজের হাতে বিশাল ছাতা।
        এটা ওদের প্রাচীন রীতি
         প্রজার সাথে সুসম্প্রীতি
  বিপদ এলে রাজাই তখন ওদের ত্রাতা।


এই পরবে তরুণীদের জমাটি ভিড়।
     হাজির হবে ছাতার তলায়
     স্বীকৃতি পায় ওরা মেলায়
নারী বলে গণ্য তবেই মিলন নিবিড়।


  নাচে-গানে তরুণ-সাথে হয় পরিচয়
       চলে হৃদয় দেওয়া নেওয়া
        একই রাতে বিয়ে হওয়া
পুরুলিয়ার ছাতা মেলা তাই শোভাময়।