চোখে নেই ঘুম
জয়শ্রী কর


রাত্রি হলো খোকনসোনা তবু যে নাই ঘুম
ঘুঙুর পরে যাচ্ছো নেচে বাজে রুমুর ঝুম।
সন্ধ্যাতারা চাঁদের পাশে মিটিমিটি চায়
মেঘপরিরা ভেসে ভেসে চাঁদের কাছে যায়।


চাঁদনিরাতে পাখপাখালি অঘোর ঘুমে সব
তোমার চোখে ঘুম আসে না করছো কলরব।
খোকন আমার চালাক অতি দুষ্টুমি অদ্ভুত
শুধায় আমায়, কেমনতরো এঁশেপেতনি ভূত?


এবার বলে, 'মাগো তুমি একটু কোলে নাও
'ঘুমপাড়ানি মাসি পিসি' গানটা এখন গাও।
দিদা নাকি ঘুম পাড়াতে গাইত ঘুমের গান
দাদুর বলা গল্পে তোমার জুড়াতো মন প্রাণ।


সে'গান তুমি গেয়ে শোনাও আসবে চোখে ঘুম
ঘুমের পরি ঘুম পাড়িয়ে দেবে আমায় চুম।'
অমনি খোকা ঘুমের দেশে, একলা জেগে রই
যখন খোকা জেগে থাকে কতনা হইচই।