আত্মবলে বলিয়ান নীতিতে কঠোর
বিক্রান্ত বীরপুরুষ সংস্কারে বিভোর।
নিদারুণ দারিদ্র্যের জ্বালা দুর্বিষহ
অতিকষ্টে পড়াশোনা পথে অহরহ।
ছাতা মাথায় অক্লেশে হেঁটেই ভ্রমণ
উনিশে বেদান্ত-স্মৃতি-বেদ অধ্যয়ন।
দৃঢ়চেতা শৌর্যশালী বীর্যে মহীয়ান
বিধবা বিলিকা দেখে উদ্বেলিত প্রাণ।
দৃঢ়হস্তে করেছেন সমাজ সংস্কার
বিধবা বিবাহ প্রথা অবদান তাঁর।
ভয়হীন দূরদর্শী প্রশান্ত সাগর
সাজগোজ সাধারণ ধুতি ও চাদর।
করুণার সিন্ধু তিনি মানব মহান
মরমি মানবপ্রেমী তারা জ্যোতিষ্মান।