ঝম-ঝমা-ঝম বৃষ্টি পড়ে শীতল বায়ু বয়
ভিজছে বসে বাসায় পাখি পাপন এসে কয়।
ঝোড়ো হাওয়ায় দুলছে বাসা নেইকো কোনো ছাত
কেমন করে বাঁচবে ওরা কাটাবে আজ রাত।


মৌনমুখে গাছগাছালির বৃষ্টিধারায় স্নান
একই ভাবে ঠায় দাঁড়িয়ে নিচ্ছে মাটির ঘ্রাণ।
বলল মা কে ‘গাছের ডালে পাখিরা সব চুপ
ওদের বুঝি কষ্ট ভীষণ, জল ঝরে টুপ টুপ।


খোকার চোখে ঘুম আসে না মনে বড়ই দুখ
বারে বারে ডাকছে মা কে কাঁপছে ভয়ে বুক।
খোকাকে মা বলবে কী বা ভেবে না পায় কূল
ভুবন মাঝে শিশুরা সব প্রস্ফুটিত ফুল।


ছানাগুলো কুঁকড়ে আছে জ্বলছে ক’টা চোখ
মা ডেকে কয় আয় রে খোকা বৃথা করিস শোক।
গা-ছমছম রাতেরবেলা ডাকছে বাসায় কাক
মনে মনে ভাবছে খোকা ‘ওরা ভালোয় থাক।’