##জয়শ্রী কর##
এভাবেই জীবন কাটে


লঙ্কা-পেঁয়াজ-মুড়ি সাথে ছোলাভাজা
অল্প একটু নুন আর আদাকুচি
ঢেকুর তুলেই বুঝি হয়ে গেছি তাজা
লেবু-চিনি-জল প্রাতে কাটায় অরুচি।


সকালে গরম চা'য়ে যখন চুমুক
তখন তৃপ্তিসুখ যারপরনাই
নিষেধ মানি না কারও যতই বলুক
প্রতিদিন দুই কাপ চা আমার চাই।


যেদিন কপালে জোটে দুধ পাকাকলা
কব্জি ডুবিয়ে খাই বাটি চেটেপুটে
আনন্দ কত পাই যায় না তা বলা
বুভুক্ষু এই মন বলে অস্ফুটে।


পান্তার জুড়ি নেই সাথে আলুভাতে
উঠোনে চাটায় বসে চালান উদরে
চাই না হালুয়া-লুচি জীবন বাঁচাতে
যা পাই তা খেয়ে থাকি জীর্ণ এ ঘরে।


খুশির পসরা নিয়ে ধরা দেয় সুখ
দীপশিখা আলো দেয় নিজ পরিচয়ে
দিন যায় রাত কাটে রাখি হাসিমুখ
কোয়েলা ভাঙায় ঘুম প্রভাতে, সময়ে।