চঞ্চলতা চারিদিকে
শরৎ-আগমনে,
শিউলিতলে ফুলের মেলা
দিঘিতে কাশবনে।


আসবে উমা বাপের বাড়ি
মহালয়ার পরে,
ফুল ফুটেছে জলে স্থলে
আনন্দ না ধরে।


যে যার কাজে ব্যস্ত আছে
আর ক’টা দিন বাকি,
তুলির টানে বেদিমূলে
আলপনা তাই আঁকি।


বিল্বতলে ক’রবো বরণ
প্রস্তুতি সব সারা,
পড়বে মায়ের চরণচিহ্ন
হৃদয়ে দেয় নাড়া।