*              গুণবতী চন্দ্রাবতী


     চলনবিলের চন্দ্রাবতী অশেষ গুণবতী
বিলের পাশেই বিশাল প্রাসাদ ভক্তিমতী অতি।
            সখীরা রয় পাশাপাশি
           ছলকে পড়ে মুক্তা-হাসি
   বিদ্যাবুদ্ধি প্রখর খুব চোখে দিব্যজ্যোতি।


রোদ ঝলমল প্রত্যুষে রোজ ডিঙা ভাসায় বিলে
  যায় না একা কোনদিনও যাবে সবাই মিলে।
          ডিঙা থাকে বিলের ঘাটে
           সাঁতারুরা সাঁতার কাটে
বিলের জলে মাছ আছে ঢের ছোঁ-মেরে খায় চিলে।


  সহজ-সরল অন্তঃকরণ কাতর দুঃখীর দুখে
'দরাজ হাতে দান করে সে' উড়ছে মুখে মুখে।
            অন্ন দেবে নিরন্নকে
             অর্থ-বস্ত্র দরিদ্রকে
সর্বদা চায় দেশের মানুষ থাকুক একটু সুখে।


  চলনবিলের চন্দ্রাবতীর খ্যাতি জগৎজুড়ে
এসব খবর রয় না চাপা বাতাসে যায় উড়ে।
           অনাড়ম্বর জীবনযাপন
         দেশের মানুষ সবাই আপন
দেশের কেমন পরিস্থিতি দেখবে ঘুরে ঘুরে।


@জয়শ্রী কর