সাধ ছিল মনে তাঁর দৌড়বিদ হবে
মনে মনে কাল গুনে ডাক পাবে কবে।
সুখে দুখে কাটে দিন ব্যথাভরা বুক
তবু তার নিশিদিন হাসিভরা মুখ।


প্রথম কয়েক ধাপ হিমা গেল টিকে
গোটা দেশ চেয়ে আছে আজ ওর দিকে।
যেন দুটি ডানা পরে ওড়ে আশমানে
ছুঁতে হবে ফিতে আগে গুরু বলে কানে।


রকেটের মতো ছোটে ঠিক মেপে মেপে
লাল ফিতে ছুঁল হিমা দাঁতে দাঁত চেপে।
নতুন রেকর্ড গড়ে জয় করে সোনা
দেশের নয়নমণি যেন হিরে কণা।


হিমা হিমা হিমা দাস খুশি দেশবাসী
পদক জয়ের পর মুখে ফোটে হাসি।
পিতার শেখানো পথে হিমা এগিয়েছে
পাহাড় চূড়ার তাই নাগাল পেয়েছে।


অসমের মেয়ে হিমা গড়ে ইতিহাস
ভারতমাতার আজ পূরে অভিলাষ।