জয়শ্রী কর
হঠাৎ দুর্যোগ


সকাল থেকে মেঘলা আকাশ
বেলা তখন দ্বিপ্রহর
বড় বড় গাছ পড়েছে
ঘূর্ণিঝড়ে ভাঙল ঘর।


ঘন ঘন বজ্রপতন
থরহরি কম্পমান
আকাশ বুঝি পড়বে ভেঙে
মিলবে না আজ পরিত্রাণ।


যে কটা আম ধরেছিল
ঝরে গেল আজকে সব
দেখে ভীষণ কষ্ট হল
রুদ্রদেবের কী তাণ্ডব!

মাঠের ফসল রইল পড়ে
অকাল বৃষ্টি থামল কই
চাষির মাথায় হাত পড়েছে
পাকা ধানে টানল মই!


অসময়ে মেঘবলাকা
ছিটিয়ে দিল শীতল জল
পশুপাখি কীটপতঙ্গ
স্বস্তি পেল পৃথ্বীতল।