মাথার ওপর পূর্ণিমা চাঁদ খোলা খাতার পাতা
খুকুমনির তুলির টানে উঠলো ভরে খাতা।
লজ্জাবতী সন্ধ্যামণির মুখে মধুর হাসি
বিড়াল মাসি কাঁদছে বসে যাবে না সে কাশী।
নীল নীলিমায় মেঘপরিরা খেলছে চাঁদের সাথে
ফেরার পথে গাইছে বাউল একতারাটি হাতে।
লক্ষ তারা ঝলমলিয়ে ভাসছে চাঁদের পাশে
পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না ছড়ায় ফুলকলিরা হাসে।
চাঁদনী রাতে পথিক এলে এলে কানটা রাখে খাড়া
পাশ কাটিয়ে এগিয়ে গেলে দেয় না কুকুর সাড়া।