বলছি কানে কানে
তুফান তুলি প্রাণে
নাইবা রইল সুবাস আমার
আসি মায়ের টানে।


শরৎ এলেই আসি
পুলক রাশি রাশি
একটুখানি রাঙিয়ে দিয়ে
ফোটাই মুখে হাসি।


কী কাজ করি আমি
নয়কো তা কম দামী
মহামায়া আসবে এবার
স্বর্গ থেকে নামি।


যেই ফুরোবে পুজো
বৃথা আমায় খুঁজো
মা-ই আমায় জানিয়ে দেবে
এবারে চোখ বুজো।