নৌকাখানি বাঁধা ঘাটে কোথায় গেছে মাঝি
একলা দেখে পারে যেতে বোধহয় সে গররাজি।
শ্রাবণ-মেঘের ঘনঘটা, আকাশ গেছে ছেয়ে
এবার বুঝি উঠবে তুফান, মেঘের পানে চেয়ে।


ঝিরিঝিরি ঝরছে বারি বইছে হিমেল হাওয়া
ডেকে ডেকে বিফল হলাম যায়নি সাড়া পাওয়া।
নদীর চরে ঠায় দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে
মাঝি এসে ডাকবে যখন,তখন যাবে নিয়ে।