খরায় ক্লিষ্ট গাছগাছালি
জয়শ্রী কর


বাগানজুড়ে গাছের সারি
ওদের ভালোবাসি
সকাল সন্ধে জল দেই তাই
ছড়ায় হাসি রাশি।


দাবদাহ চলছে এখন
বাঁচবে কেমন ক'রে
কড়া রোদে ঝিমিয়ে পড়ে
সতেজ দেখায় ভোরে ।


মেঘের দেখা মিলবে কবে
তাকাই ঊর্ধ্বপানে
মনের মাঝে চিন্তারাশি
ব্যথা জাগায় প্রাণে।


বনে বনে রং লেগেছে
ঝরছে ধরাতলে
এক পশলা বৃষ্টি হলেই
দেখাবে ঝলমলে।


© জয়শ্রী কর