খিচুড়ি-ইলিশ
জয়শ্রী কর


শ্রাবণ-মেঘের বৃষ্টি ধারায়
ভরছে পুকুর-নদী-নালা
গ্রাম ও শহর ভাসছে জলে
ভাঙছে বাড়ি খড়ের চালা।


বৃষ্টিফোঁটা নাচছে পাতায়
ঝুমুর ঝুমুর বাজছে নূপুর
মাছরাঙা-বক মাছের আশায়
ডালে বসে সারা দুপুর ।


মালতির হাঁক, 'এসো দিদি
এনেছি আজ ভালো ইলিশ'
ছোটো মাছ তো অনেক ভালো
আকাশছোঁয়া দাম যে বলিস।


আগের মতো পাই না রে স্বাদ
দাদা শুনেই বলে ওঠে
কোলাঘাটের ইলিশ কোথায়
এখনও তেল লেগে ঠোঁটে।


মায়ের হাতের খিচুড়ি আর
গরম গরম ইলিশ ভাজা
ঘ্রাণেই হতো অর্ধভোজন
জানিস, ইলিশ মাছের রাজা।