খুকুমণির লম্বা বেণি
দুলছে দোদুল দোল,
ঠোঁটের কোণে মুচকি হাসি
পড়ল গালে টোল।


জড়িয়ে ধরে মা কে বলে
‘ডাকছে ঝাউয়ের বন,  
কত কাঁকড়া দিঘার চরে
চাইছে যেতে মন।’


ডাকছে সাগর, ‘আয়রে খুকু
আমার পাড়ে আয়,
ঢেউগুলো সব সোহাগ ভরে
তোকেই ছুঁতে চায়।’


পৌঁছে গিয়ে নামল জলে
সয় না যে আর তর,
‘ঢেউয়ের তোড়ে উল্টে যাবি
হাতটা আমার ধর।’


নোনতা জলে হাবুডুবু
কাটল সময় বেশ,
মনের কোণে রইলো জমা
অপার খুশির রেশ।


ডাঙায় উঠে খাওয়ার পরে
বসে গাছের ছায়,
পরান ওদের জুড়িয়ে গেল
ফুরফুরে হাওয়ায়।