কয়েতবেলের চাঁট
জয়শ্রী কর


দুটো বেল একা খাবি ছোটটা আমায় দে-না
একা নয় বৌদি আছে নিতে চাস তবে নে-না।
না রে না তুই নিয়ে যা একাকী কি আর খাব
তুই কিন্তু যাবি কাল, 'সময় পেলেই যাব'।


নুন লঙ্কা তেল দিয়ে দুপুরে বানাবে চাঁট
মজা করে খাব বেশ ওসব বৌদির পাট।
নিয়ে গেছে ঘানিমাড়া খাঁটি সরিষার তেল
নুন লঙ্কা দিয়ে বৌদি মেখেছে কয়েতবেল।


দাদা হাঁকে, কোথা গেলে দাও-না এবার ভাত
দেখি দেখি লুকাচ্ছো কি দেখাও তোমার হাত।
কি জানাচ্ছো ইশারাতে কেন অমন অস্থির
তাড়াতাড়ি নেমে এসে ঘোরাচ্ছে আমার শির।


বস তুমি, যাচ্ছি আমি, বানিয়েছি আম-শোল
খেয়ে নাও, বলে বৌদি, করো না আবার গোল।
ননদিনি খেয়েদেয়ে ওপরে হাজির হয়
যদি বুঝে ফেলে দাদা, চুপ কর কথা নয়।


কপাট লাগিয়ে ওরা চেটে চেটে বেশ খায়
সিঁড়ি থেকে উঁকি মেরে ননদিনি দেখে যায়।
হাঁক পাড়ে নীচে দাদা, আমার ঔষধ দাও
তড়িঘড়ি নেমে এসে বলে, এই নাও খাও।


কোথা তুমি চলে যাও কেন ডাক দিতে হয়
দেখো গিয়ে সারা ছাদ কাপড়চোপড় ময়
ছাদে গিয়ে দেখে দাদা কেউ কেউ চাটে হাত
তাই ভাবি গেল কোথা পুলকে জমাটি ছাত।


বৌদিমণি হেসে বলে হাত পাতো এই নাও
দাদা বলে, থাকে যদি তাহলে আমায় দাও।