লাল শাড়িতে মহারানির
মনোহরণ রূপ
হাওয়ায় ওড়ে আঁচলখানি
লজ্জাবতী চুপ।


সবুজ ফিতায় বাঁধা বেণি
ওষ্ঠে গাঢ় লাল
ডানা কাটা যেমন পরি
রুজে চিকন গাল।


যায় না বোঝা বাহির থেকে
অন্দরে কী ঝাঁজ
চোখে মুখে লাগলে পরে
পড়বে ভালে ভাঁজ।


ভিন্ন জাতের সবুজ লংকা
যায় না কিছুই বাদ
বেসন দিয়ে ভাজত দিদা
অপূর্ব তাঁর স্বাদ!