জয়শ্রী কর
লকডাউন


লক ডাউনে বন্দিজীবন
কাটবে কবে তাকিয়ে থাকি
বাইরে যাওয়া বন্ধ এখন
নিজেকে তাই ব্যস্ত রাখি।


যে সব মানুষ প্রাণ বাঁচাতে
সদয় হয়ে এগিয়ে আসে
ভালোবাসার দিচ্ছি না দাম
রাখছি দূরে বিষম ত্রাসে।


সকাল হলে বেরিয়ে পড়ে
ঘুরছে প্রাণের ঝুঁকি নিয়ে
পেটের জ্বালা বড় জ্বালা
গুমরে মরে রয় তাকিয়ে।


ওদের মনেও ভীতি আছে
বুক ফাটে তো মুখ ফোটে না
আঁধার নামে দুচোখ জুড়ে
হয়তো ওদের রোজ জোটে না।


বিষিয়ে গেছে মানবহৃদয়
মরণ নাকি দিচ্ছে হানা
তাইতো সবাই বন্দি ঘরে
বাইরে যেতে করছে মানা।