যতই আঁটিস ফন্দি রে ভাই
যতই আঁটিস ফন্দি
কেমন করে বাঘমামাকে
করবি রে আজ বন্দি।


লোকালয়ে বাঘ ঢুকেছে
তাইতো গভীর চিন্তা
দুদিনেও যায়নি ধরা
দেখছি আশা ক্ষীণ তা।


বনের পশু বনে থাকে
এখন লোকালয়ে
কখন কী যে করে বসে
তাইতো আছি ভয়ে।


আশেপাশে ঘুরে বেড়ায়
জনতা বিভ্রান্ত
কীভাবে যে ধরবে ওকে
সকলে উদ্ভ্রান্ত।


ঘুমের ওষুধ দিতেই দেখি
বাঘটি হ’ল জব্দ
তুলে নিয়ে পুরল খাঁচায়
একটুও নেই শব্দ।