মা-মাটি সোনার চেয়েও খাঁটি


এমন কিছু নেইকো খাঁটি
যেমন মা ও দেশের মাটি।
দাপাই সারাজীবন ধরে
দুইয়ের কোলই শীতলপাটি।


মানুষ করার জন্য লড়াই
করে না মা আদৌ বড়াই।
কড়া নজর সবার দিকে
আঁকাবাঁকা রাস্তা চড়াই।


হতেই হবে যুদ্ধে জয়ী
মা বুঝে নেয় কে প্রত্যয়ী।
হাল ছাড়ে না মাতা কভু
জন্মদাত্রী স্নেহময়ী।


মা'র হাসিমুখ ফুলের মতো
মন ভরে না দেখি যতো।
মা তো সবার প্রথম গুরু
দুচোখ জুড়ে স্বপ্ন কতো।


‌কুঁড়ি থেকে ফুল ফোটাবে
স্তন্য দিয়ে পেট ভরাবে।
হাজার দস্যিপনা সহে
এমন রত্ন কোথায় পাবে।


@জয়শ্রী কর