মাথার 'পরে নীল চাঁদোয়া বিশাল আয়তন
মেঘপরিদের কানাকানি চলছে সারাক্ষণ।
সকাল হলেই সুয্যিমামা চক্ষু মেলে চায়
আকাশভরা লক্ষ তারা তখন কোথা যায়!


দিনমণির প্রখর তাপে জ্বলে গা-হাত-পা
সারা আকাশ ঢাকলে মেঘে জুড়ায় তখন গা।
আকাশে নীল, সাগরে নীল, যেন নীলের চাষ
আকাশ যেন বিশাল ছাতা জোগায় পূর্বাভাস।


আকাশপথে চোখে পড়ে দৃশ্য অভিরাম
ভ্রমণরত মানুষ ভাবে এটাই স্বর্গধাম।
রাত-আকাশে লক্ষ জোনাক পরশ স্নিগ্ধতার
বর্ষাকালে মেঘবালিকার নুপুরের ঝংকার।