*                  মায়ের বোধন
                      জয়শ্রী কর


নৌকা করে আসছে দেবী ফুল ভেসে যায় জলে
              জলে-স্থলে বিপুল সাড়া
              রংয়ের মেলা নজরকাড়া
  লক্ষ্মী সরো ফুল ছড়িয়ে আসছে ধরা তলে।


    কুমোরটুলি নিদ্রাবিহীন ব্যস্ত চক্ষুদানে
          হিমের পরশ সকাল সাঁঝে
         কাশের শোভা মাঠের মাঝে
মাতবে ভুবন মহোৎসবে মধুর ঐকতানে।


    আগমনীর সুরে সুরে উঠল বেণু বেজে
           অসুর নিধন করবে মা যে
             সজ্জিত তাই যুদ্ধসাজে
হলুদরঙা মোহিল বেশে আসছে উমা সেজে।


বিল্বতলে করবো বোধন প্রস্তুতি সব সারা
          পদ্ম দিয়ে গাঁথবো মালা
         সাজাবো মা'র বরণডালা
অঞ্জলিতে ভরিয়ে দেবো ভেবেই আত্মহারা।