* মন রাঙাল ঋতুরাজ
জয়শ্রী কর


ফুলের বনে রঙের মেলা
গানের সুরে ভাসাই ভেলা
দোয়েল খোঁজে কারে ডাকছে বারেবারে
সঙ্গিনীকে দেখতে পেয়ে করল শুরু খেলা।


বউ-কথা-কও পাতার আড়ে
হলুদবরন পাখনা নাড়ে
চুপটি করে শাখায় ইতিউতি তাকায়
ফুলবাগানে লজ্জাবতী আমার নজর কাড়ে।


আসছে উড়ে রবির ডাকে
সারাটা দিন ব্যস্ত থাকে
আপন সৌধ গড়ে বিপদ বেশি ঝড়ে
মৌমাছিরা মধু পিয়ে জমাচ্ছে মৌচাকে।


ভরে ওঠে শূন্য ডালি
তুলছে জবা তিন্নি খালি
যেন আবির ঢালা গাঁথবে এবার মালা
সাজাবে আজ শ্রীরাধাকে প্রদীপ খানি জ্বালি।


পুলকিত প্রজাপতি
রঙের মেলায় রূপবতী
লাগছে রেণু পায়ে বিচিত্র রং গায়ে
ইচ্ছে খুশি উড়ে বেড়ায় চঞ্চলা আজ অতি।


কোয়েলাও মত্ত দোলে
কুহু কুহু সুরে সে তোলে
স্নিগ্ধ অরুণ আলো ঘুচায় মনের কালো
মনকে এবার রাঙিয়ে নেবো ধরিত্রী মা'র কোলে।