*##জয়শ্রী কর##
      মোরগ ঝুঁটি


সেজেগুজে দাঁড়িয়ে আছে
রাঙিয়ে বাগানখানি
মোরগঝুঁটি বলেই ডাকি
পিঙ্কশাড়িতে রানি।


মোরগের লাল ঝুঁটির মতো
দুলছে ডালে ডালে
রূপের ছটা হৃদয় জুড়ায়
নৃত্য তালে তালে।


প্রকৃতি মা রং ঢেলেছে
উছলে পড়ে হাসি
ভেলভেটের ওই আঁচলজুড়ে
পুলক রাশি রাশি।


রং দেখে মন রেঙে ওঠে
ওড়ে হরেক পাখি
প্রজাপতির সঙ্গে চলে
ওদের মাখামাখি।


রবির আলো ফুলের পরে
খাচ্ছে লুটোপুটি
ফুলবাগিচায় ছায়াতলে
শালিখ বাঁধে জুটি।